জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ক্ষেতলাল সড়কের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি একেবারে দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। এ সময় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা ক্ষেতলালগামী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীতমুখী থেকে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। গুরুতর আহত অপর ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।