ডেঙ্গুতে মৃত্যু আটশ’ ছাড়িয়েছে, গাইড লাইন মেনে চিকিৎসার পরামর্শ

এ’ বছর ডেঙ্গুতে মৃত্যু আটশ’ ছাড়িয়েছে। ঢাকার বাইরে ৬৩ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ায় উদ্বেগে স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ডেঙ্গুতে মৃত্যু কমাতে সারাদেশের সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের জাতীয় গাইড লাইন মেনে চিকিৎসা করার তাগিদসহ নির্দেশনা দিয়ে মিটিং করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।