
রাজধানীর শাহবাগে হাইকোর্ট গেটের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার দুপুর ১টার দিকে হাইকোর্টের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান জানান, আশেপাশের লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে হিসেবে হাইকোর্ট গেটের পাশেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহের পরিচয় জানার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। আঙ্গুলের ছাপের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় জানা যাবে।
মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।