নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জোট প্রার্থিতা সংক্রান্ত নতুন বিধানের প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ, জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।
আজ (৪ নভেম্বর) মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। মাঠ আর আগের মতো নেই, আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মতো মিলিয়ে নিয়েন।
তার এই মন্তব্যকে রাজনৈতিক মহলে নতুন নির্বাচনী বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কারণ, সম্প্রতি সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে এমন বিধান জারি করেছে যে, কোনো নিবন্ধিত দল জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।
২০২৫ সালের এই আরপিও সংশোধন অধ্যাদেশ ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পায় এবং পরে তা জারি করা হয়। বিএনপি এ সংশোধনের বিরোধিতা করে দাবি জানিয়েছিল যে, জোট প্রার্থীদের জন্য একক প্রতীকে ভোটের সুযোগ থাকা উচিত। তবে জামায়াতে ইসলামী ও এনসিপি এই সংশোধন বহাল রাখার পক্ষে মত দেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সারজিস আলমের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন নির্বাচনে ছোট ও মধ্যম দলগুলো নিজেদের প্রতীকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে—যা আগামী নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।








