চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পলিটিক্যাল শো’তে ঢুকে গেল ‘দামাল’ টিম, তারপর যা ঘটলো

দেশীয় সিনেমায় এখন সুবাতাস। পর পর ‘পরাণ’ ও ‘হাওয়া’র তুমুল দর্শকপ্রিয়তায় ভরসা পাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। মুক্তির মিছিলে তারকাবহুল বিগ বাজেটের সব ছবি। তেমনি একটি ছবি ‘দামাল’। যা মুক্তি পেতে যাচ্ছে আসছে অক্টোবরের ২৮ তারিখ।

এরইমধ্যে ট্রেলার প্রকাশ করেই হইচই ফেলে দিয়েছে ছবিটি। সবার মুখে মুখে এই সিনেমার নাম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও রায়হান রাফীর পরিচালনায় বিগ বাজেটের এই ছবিটির অভিনব প্রচারণা কৌশল দেখা গেল মঙ্গলবার রাতে।

এদিন চ্যানেল আইয়ের নিয়মিত জনপ্রিয় লাইভ টক শো ‘টু দ্য পয়েন্ট’ এ অতর্কিত প্রবেশ করে ‘দামাল’ টিম! জাহিদ নেওয়াজ খানের পরিকল্পনা রাজু আলীমের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সোমা ইসলাম। অনুষ্ঠানে ‘রোডম্যাপের আগে মাথায় যত প্রশ্ন’ বিষয়ে কথা বলতে অতিথি ছিলেন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এস এম কামাল এবং জাতীয় পার্টির এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

অনুষ্ঠান শুরুর প্রায় পৌনে বিশ মিনিটের মাথায় লাইভ সেটে প্রবেশ করেন ‘দামাল’ নির্মাতা রায়হান রাফী। এসময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও সিয়াম আহমেদ। এসময় সিয়ামকে বলতে শোনা যায়, ‘আজকে দামাল এর ক্যাম্পেইন হবে!’ এসময় সোমা ইসলাম বলেন, ‘এটা আমার লাইভ প্রোগ্রাম চলছে।’ তারপর তিন তারকাকেই বলতে শোনা যায়, ২৮ অক্টোবর আমাদের দামাল সিনেমার রিলিজ। এটারও তো ক্যাম্পেইন করতে হবে।

রাজ-মিম-সিয়াম ‘টু দ্য পয়েন্ট’ এর অতিথিদের সাথেও এ বিষয়ে কথা বলেন। এসময় উপস্থাপক সোমা ইসলামকে নির্মাতা রায়হান রাফী বলেন, আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে প্লিজ বলেন যে, ২৮ তারিখ যেন তারা দামাল দেখতে হলে আসে। পাল্টা প্রশ্ন করে সোমা ইসলাম বলেন, ‘দামাল যে দেখবে, আপনার কামালটা কি সেখানে?’ রাফী উত্তরে বলেন, ‘বাংলাদেশে এরকম ছবি এরআগে হয় নাই।’

তারপর সোমা ইসলাম দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘হাওয়া-পরাণ যেরকম দর্শক লাইন দিয়ে টিকেট কেটে দেখেছেন, দামালেরও নিশ্চয় এরকম হল উপচে পড়বে।’

১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগরের লেখা গল্পে ‘দামাল’ বানিয়েছেন রায়হান রাফী।

তারকায় ভরপুর ‘দামাল’র যৌথ চিত্রনাট্য করেছেন লেখক নাজিম উদ দৌলা এবং পরিচালক রায়হান রাফী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।

গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। সিনেমা দেখে সেন্সর বোর্ডের সদস্যরা মুগ্ধ হন।