চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘দামাল’ এর বাজিমাৎ: দর্শক বলছে, ‘এটি বছরের সেরা ছবি!’

মুক্তির আগ থেকেই দর্শকের মধ্যে ‘দামাল’ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিল। সবশ্রেণির দর্শক ছবিটি দেখার জন্য মুখিয়ে ছিলেন। অতি আগ্রহের কারণে অনেকেই আশঙ্কা করেছিলেন, পরিচালক রায়হান রাফী ঠিকঠাক জমাতে পারবেন তো? তবে সব আশঙ্কার সমাপ্তি হলো শুক্রবার!

এদিন ‘দামাল’ মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ সব রিভিউ চোখে পড়ছে। ঢাকার বাইরের যেসব হলে চলছে, সবখান থেকে ইতিবাচক সাড়া মিলছে। চট্টগ্রাম, রংপুর, বগুড়া থেকে একাধিক দর্শক চ্যানেল আই অনলাইনকে জানায়, এক কথায় দুর্দান্ত ও উপভোগ্য ছবি ‘দামাল’!

Bkash July

এদিকে, সকাল থেকে রাজধানীর মধুমিতা, স্টার সিনেপ্লেক্স ও সনি তিনটি হল ঘুরে এবং দর্শকদের সঙ্গে আলাপ করলে তারা জানান, চলতি বছরের সেরা ছবি ‘দামাল’! আবার কেউ কেউ বলছেন, মুক্তিযুদ্ধ এবং ফুটবল দুটি বিষয়কে পর্দায় ঠিকভাবে জমিয়ে তোলা হয়েছে। যা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরে ঠিকঠাক মুন্সিয়ানা দেখিয়েছেন রায়হান রাফী!

বিশেষ করে ফুটবল নিয়ে যে উন্মাদনা তা সঠিকভাবে উঠে এসেছে বলে মনে করছেন দর্শক। তাই দর্শকদের কাছে, দামাল বাজিমাৎ! এদিকে, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দুপুরের শো-তে দামাল দেখে বের হওয়া কয়েকজন দর্শক বলছিলেন, পরাণ ও হাওয়া’র মতো দামাল হবে লম্বা রেসের ঘোড়া।

Reneta June

বাংলা ছবির নিয়মিত দর্শকরা মনে করছেন, চলতি বছরের বাকি দুমাস জুড়ে হলে হলে চলবে ‘দামাল’। সিনেমা হলগুলোতে নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেইসঙ্গে দেখা যায়, শুক্রবার দুপুরের শো থেকে দলে দলে দর্শকরা পরিবার নিয়ে ছবি দেখতে আসছেন।

বিকেলে মিরপুরের সনি স্টার সিনেপ্লেক্স ঘুরে এই দৃশ্য দেখা যায়। ছবি দেখার পর তাদের কথা, ‘দামাল’ মানসম্মত সিনেমা। পরিচালক রাফী বলছিলেন, তার সেরা ছবি এটি। অনেক দর্শকও ছবি দেখে সহমত পোষণ করেছেন। সেই সঙ্গে দর্শক সিয়াম, মিম, রাজের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন।

‘দামাল’ ছবির কেন্দ্রবিন্দুতে সিয়াম এবং শরিফুল রাজকে পাওয়া গেছে। সেইসঙ্গে মিমও ছিলেন দুর্দান্ত। তাদের সঙ্গে ইন্তেখাব দিনার, রাশেদ অপু, শাহনাজ সুমি, সুমিত প্রত্যেকেই ছিলেন দারুণ! প্রত্যেকের চরিত্রের পূর্ণতায় দর্শকদের কাছে দুর্দান্ত হয়ে উঠেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবি।

মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’ পরিচালনা করেছেন সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রপরিচালক রায়হান রাফী। ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।

Labaid
BSH
Bellow Post-Green View