চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যাদের নিয়ে কাতারের বাজি গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার

বিশ্বকাপের দামামা বাজতে বাকি মাত্র ১১ দিন। কাতারে ফুটবল মহাযজ্ঞে যোগ দিতে ২৬ জনের শক্তিশালী স্কোয়াড দিয়েছে ক্রোয়েশিয়া। প্রিমিয়ার লিগে খেলছেন এমন কজন তারকা ফুটবলার রেখেছেন কোচ জ্লাতকো দালিচ।

রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েটদের মিডফিল্ডের দায়িত্ব সামলাবেন লুকা মদ্রিচ। ইংল্যান্ডের টটেনহ্যামে খেলা ফরোয়ার্ড ইভান পেরিসিচ ও চেলসি মিডফিল্ডার মাতেও কোভাচিচও আছেন।

Bkash July

আগামী মাসে, তথা নভেম্বরের ২০ তারিখে পর্দা উঠে ১৮ ডিসেম্বরের ফাইনাল দিয়ে চ্যাম্পিয়ন পাবে কাতার আসর। ১৪ নভেম্বরের মধ্যে অংশ নিতে চলা ৩২ দলের স্কোয়াড ঘোষণার সময় বেধে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

বিশ্বকাপের পর্দা ওঠার তিনদিন পর ২৩ নভেম্বর ক্রোয়েটদের প্রথম ম্যাচ, মরোক্কোর বিপক্ষে। আসরের ‘এফ’ গ্রুপে মদ্রিচ-মাতেওদের সাথে আছে কানাডা ও বেলজিয়াম। ২৭ নভেম্বর কানাডিয়ান ও পহেলা ডিসেম্বর বেলজিয়ানদের বিপক্ষে নামবে দালিচের শিষ্যরা।

Reneta June

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ, ইভো গ্রাবিচ।

ডিফেন্ডার: ডোম্যাগোজ ভিডা, ডেজান লভরেন, বর্না ব্যারিসিচ, জোসিফ জুরানোভিচ, জসকো গ্যাভারিওল, বর্না সোসা, জোসিফ স্ট্যানিসিচ, মার্টিন এর্লিচ, জোসিফ সুতালো।

মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লভরো মাজের, ক্রিস্টিজান জাকিচ, লুকা সুচিচ।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেতকোভিচ, মিলাভ অরসিচ, আন্তে বুদিমির, মার্কো লিভাজা।

কোচ: জ্লাতকো দালিচ।

Labaid
BSH
Bellow Post-Green View