এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে শেষদিনে সাইক্লিংয়ে তিনটি ইভেন্টে পদক ফয়সালা হয়েছে। মেয়েদের স্প্রিন্টে সোনা জিতেছে নিউজিল্যান্ড। ছেলেদের কেরিনে সোনা নেদারল্যান্ডসের, মেয়েদের অমনিয়ামে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।
সাইক্লিংয়ে শেষদিনের প্রথম পদক ইভেন্ট মেয়েদের স্প্রিন্টে নিউজিল্যান্ডকে সোনা এনে দিয়েছেন এলেসে অ্যান্ড্রুজ। প্যারিসে মেয়েদের কেরিনেও সোনা জিতেছিলেন তিনি। রৌপ্য পেয়েছেন জার্মানির লিয়া ফ্রিডরিখ। ব্রোঞ্জ গেছে গ্রেট ব্রিটেনের এমা ফিনুকেইনের গলায়।
ছেলেদের কেরিনে সোনা জিতেছেন নেদারল্যান্ডসের হ্যারি লেভরেইসেন। পরের দুটি পদক জিতেছে অস্ট্রেলিয়া। রৌপ্য জিতেছেন ম্যাথু রিচার্ডসন, আর ব্রোঞ্জ পেয়েছেন ম্যাথু গ্লেটজার।
প্যারিসে সাইক্লিংয়ের শেষ ইভেন্ট মেয়েদের অমনিয়াম, পয়েন্টস পেস ৪/৪ রেসের সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের জেনিফার ভ্যালেন্তে। রৌপ্য জিতেছেন পোল্যান্ডের দারিয়া পিকুলিক। ব্রোঞ্জ জিতেছেন নিউজিল্যান্ডের অ্যালি উলাস্টন।








