নওগাঁর বরেন্দ্রঅধ্যুষিত এলাকায় বিদেশি ফল মালবেরি উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। সাপাহার উপজেলায় এক কৃষি উদ্যোক্তা তাঁর সমন্বিত খামারে মালবেরি চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।






