নোয়াখালীর সুবর্ণচরে দার্জিলিং জাতের কমলা চাষ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রথমবারের মতো দার্জিলিং জাতের কমলা উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের তত্ত্বাবধানে দুই একর জমিতে বিষমুক্ত ফল আবাদ করেছেন এক উদ্যোক্তা। বাগান করার তিন বছর পর ফলন পাবার কথা থাকলেও দুই বছরেই প্রচুর ফলন এসেছে।
বিজ্ঞাপন