চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে চুয়েট বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গত ৫ দিন ধরে চলমান সংঘর্ষের জের ধরে আজ মঙ্গলবার থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) এবং আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল ১৫ জুন বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।

তবে স্নাতকোত্তর পর্যায়ের চলমান সব একাডেমিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

চুয়েট উপাচার্যের সভাপতিত্বে সব ডিন, ইন্সস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভার পর এই সিদ্ধান্ত জানানো হয়।