প্রয়োজনীয় কাজের বাইরে একদমই প্রকাশ্যে আসেন না শাকিব খান। এমনকি সোশ্যাল মিডিয়াতে নিজের কাজের খবর বা কোনো দেশের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া কথা বলেন না তিনি। এমনকি চারপাশের চলমান নানা ইস্যুর সাতে পাঁচে কিছুতেই থাকেন না এই সুপারস্টার।
অথচ বছর জুড়ে বাংলাদেশের শোবিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনিই! দেশের সিনেমাপ্রেমী মানুষের মধ্যে তার যে প্রভাব, সেটা যে নির্মাতা তাকে নিয়ে দেশের মধ্যে আউটডোরে শুটিং করেন কিংবা যাদের অনুষ্ঠানে তাকে অতিথি করে নিয়ে যাওয়া হয়, তারাও হাড়ে হাড়ে টের পান!
নতুন করে দেখা গেল, শাকিবকে একনজর দেখতে তার শুটিং স্পটে দূরদূরান্তের মানুষ ছুটে এসেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছেন। হাজারও মানুষের অপেক্ষার ভিড়ের দৃশ্য দেখা গেছে সোমবার রাজশাহীর পুঠিয়াতে। সেখানে শাকিব ‘তাণ্ডব’ ছবির শুটিং করছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শাকিব খান শুটিং করছেন শুনে রাস্তায় গাড়ি থামিয়ে মানুষ দাঁড়িয়ে ছিলেন। এতে ওই সড়কে জ্যাম লেগে যায়। এমনকি শুটিং এরিয়াতে ভিড় সামলাতে পুলিশ আনা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শুধু শাকিবকে দেখতে রাজশাহীর বাঘা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক মানুষ ছুটে আসেন। ভিডিওতে দেখা যায়, কেউ কেউ লাইভ করে বলছেন, ওই যে দূরে শাকিব খান শুটিং করেন।
অসংখ্য নারীরাও এসেছেন শাকিবকে দেখতে। কেউ কেউ বলেন, তীব্র গরমে কষ্ট পাচ্ছেন, তবুও তারা শাকিব খানকে একবার হলেও দেখবো।
মঙ্গলবার সকাল থেকে শতশত মানুষ শাকিবের শুটিং দেখতে আসছেন। জানা যায়, মানুষ সামলাতে দুই গাড়ি পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাকিব খান রাজশাহীতে আসন্ন কোরবানির ঈদের ছবি ‘তাণ্ডব’র শুটিং করছেন। রায়হান রাফী পরিচালিত এতে শাকিবের বিপরীতে থাকছেন সাবিলা নূর। তাণ্ডবের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ছবিটি প্রযোজনা করছে আলফা আই এসভিএফ।
গেল ঈদে শাকিবের ‘বরবাদ’ মুক্তি পেয়েছে। মুক্তির পর ৩০ দিন পার হলেও এখনও সারাদেশে রমরমা চলছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়াতেও সাড়া ফেলেছে। শিগগির মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াসহ কয়েকটি দেশে মুক্তি পেতে যাচ্ছে বরবাদ। এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এক ফেসবুকে জানিয়েছে, ২৬ দিনে শুধু বাংলাদেশ থেকে ৬২ কোটি ৫৭ লাখ টাকার ক্রস কালেকশন হয়েছে বরবাদের, যা ইন্ডাস্ট্রি হিট!







