৪০ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনালদো গড়ছেন একের পর এক রেকর্ড। সবশেষ ফিফা বিশ্বকাপের বাছাইয়ে হয়েছেন সর্বোচ্চ গোলের মালিক। পেছনে ফেলেছেন গুয়েতেমালার কার্লোস রুইজের গড়া ৪০ গোলের রেকর্ড। বিশ্বকাপের বাছাইপর্বে সবমিলিয়ে সিআর সেভেনের এখন ৫১ ম্যাচে ৪১ গোল।
ঘরের মাঠে বাছাইয়ে সবশেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। মঙ্গলবার রাতে পর্তুগাল ২-২ ব্যবধানে ড্র করে। দুটি গোলই আসে রোনালদোর থেকে।
ম্যাচের শুরুতে আট মিনিটে হাঙ্গেরির আতিলা সালাইয়ের গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। রোনালদো সমতা এনে দেন ম্যাচের ২২ মিনিটে।
প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করে পর্তুগালকে লিড এনে দেন সিআর সেভেন। তখন পেরিয়ে যান রুইজের রেকর্ড। হয়ে যান বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে হাঙ্গেরিকে সমতায় ফেরান ডোমিনিক জোবোস্লাই। লিসবনে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।








