চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি, দাবি এফবিআইয়ের

মার্কিন পুলিশ সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, এফবিআই বিশ্বাস করে কোভিড-১৯ ভাইরাস সম্ভবত চীনের সরকার নিয়ন্ত্রিত ল্যাবে তৈরি করা হয়েছিল।

ফক্স নিউজকে তিনি বলেছেন, এফবিআই বেশ কিছুদিন ধরে পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে যে, কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া একটি সম্ভাব্য ল্যাব দুর্ঘটনার ফলাফল। করোনাভাইরাস কীভাবে ছড়িয়েছিল সে সম্পর্কে এফবিআই এবারই প্রথম প্রকাশ্যে তাদের রায় জানালো।

অবশ্য চীন উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়ানোর এই অভিযোগকে অস্বীকার করেছে এবং এই অভিযোগকে মানহানিকর বলে অভিহিত করেছে।

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কোভিডের উৎপত্তি নিয়ে চীন’কে আরও সৎ হওয়ার আহ্বান জানানোর একদিন পর এফবিআই প্রধান চীনের বিরুদ্ধে এই অভিযোগ করলেন। সেই সাথে তিনি বলেন, “এটি সকলের জন্য অপ্রত্যাশিত এবং দুঃখজনক”।

কিছু গবেষণায় দেখা গেছে কোভিড-১৯ ভাইরাস চীনের উহান শহরের একটি সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে মানুষের দেহে প্রথম সংক্রমিত হয়। আর এই বাজারটি পৃথিবীর প্রথম শ্রেণির একটি ভাইরাস গবেষণাগার ” উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি” থেকে মাত্র ৪০ মিনিট দূরে অবস্থিত।

অবশ্য মার্কিন সরকারের অন্যান্য সংস্থাগুলো বিভিন্ন দিক থেকে তাদের পর্যবেক্ষণগুলো বিবেচনা করে এফবিআইয়ের এই দাবির সাথে পরিপূর্ণভাবে একমত পোষণ করেনি।

মার্কিন গণমাধ্যম বলছে, আমেরিকা এনার্জি ডিপার্টমেন্ট করোনা ভাইরাস ল্যাবে তৈরি হওয়ার বেপারে নিশ্চিত ধারণা দিতে পারেনি। সংস্থাটি আগেই বলেছিল করোনাভাইরাস কীভাবে উদ্ভুত হয়েছে সেটা নিশ্চিত নয়।

বিশ্বের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা দীর্ঘদিন যাবত করোনাভাইরাস ল্যাবে তৈরি হওয়ার সম্ভাবনাকে নাকচ করে আসছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র তদন্তে করোনাভাইরাস ল্যাবে তৈরি হওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে এই ধারণাকে একেবারেই অসম্ভব এবং অবাস্তব বলে অভিহিত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই তদন্তের সমালোচলা করে এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে আবারো তদন্তের দাবি করেছেন।