চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

স্ত্রীর অভিযোগের কারণে আইনি ঝামেলায় নওয়াজ

এক সপ্তাহ স্ত্রীকে খাবার দেননি, এমনকি বাথরুমেও যেতে দেননি- সম্প্রতি এমন বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এনেছেন নওয়াজ উদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকী। এবার সেই অভিযোগের কারণে আইনি ঝামেলায় পড়লেন নওয়াজ।

জানা গেছে, মুম্বাইয়ের আন্ধেরির আদালত ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ অভিনেতাকে নোটিশ জারি করেছে তার স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে।

Bkash July

এর আগে আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি দাবি করেছিলেন, টানা এক সপ্তাহ ধরে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তাকে খেতে দেননি, বিছানায় শুতে দেননি। এমনকি গোসল করার জন্য বাথরুমে পর্যন্ত যেতে দেননি।

এক বক্তব্যে রিজওয়ান সিদ্দিকি আরও বলেছিলেন, ‘আমার ক্লায়েন্ট, আলিয়া সিদ্দিকীকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যা যা করা দরকার সবটাই নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তার পরিবারের লোকজন করেছেন। তারা আমার ক্লায়েন্টের নামে একটি ক্রিমিনাল কমপ্লেন পর্যন্ত করেছেন। পুলিশকে দিয়ে ককে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, রোজ হুমকি দেওয়া হয়েছে। এসব আমরা আদালতে উপস্থাপন করবো।’

Reneta June

এর আগে ২০২০ সালে নওয়াজের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন আলিয়া। নওয়াজকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়ে অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন আলিয়া।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ পত্নী বলেছিলেন, তিনি যখন নওয়াজের প্রথম সন্তানের মা হতে চলেছিলেন তখন অন্য মহিলাদের সঙ্গে ব্যস্ত থাকতেন তার স্বামী।

নওয়াজ-পত্নী আলিয়ার আনা মামলায় নাম জড়িয়েছে শাশুড়িরও। আপাতত সমস্যা চলছে সম্পত্তি নিয়ে। নওয়াজের বাড়িতে বা বাড়ির সবকিছু ব্যবহার করতেও দেওয়া হচ্ছে না আলিয়াকে। এই নিয়ে থানায় একটা এফআইআর-ও দায়ের করা হয় নওয়াজের পরিবারের পক্ষ থেকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Labaid
BSH
Bellow Post-Green View