সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল-সংক্রান্ত হাইকোটের রায় সামগ্রিকভাবে বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ এবং মুক্তিযোদ্ধাসহ অন্যদের জন্য ৭ শতাংশ কোটা নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২১ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।
হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায় অনুযায়ী, সরকারি চাকরিতে নবম থেকে ২০তম অর্থ্যাৎ সকল গ্রেডে নিয়োগের ক্ষেত্রে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ কোটা সংরক্ষণের জন্য বলা হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ একং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে।
এই নির্দেশনার আলোকে সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
রায়ে আদালত বলছেন, এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে।







