চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিউজিল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ টিকিট কোস্টারিকার

ম্যাচ তখন কেবল মিনিট তিনেক মাঠে গড়িয়েছিল। জেউইসন বেনেটের পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন আর্সেনালের সাবেক ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল। তার এই লক্ষ্যভেদেই শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল কোস্টারিকা।

মঙ্গলবার দিবাগত রাতে কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে হওয়া ম্যাচে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোস্টারিকা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবে।

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়া কোস্টারিকা তাদের প্রতিপক্ষ হিসেবে জার্মানি, স্পেন ও জাপানেকে পাচ্ছে।

৩৯ মিনিটে প্রতিপক্ষের জালে কিউইদের পক্ষে ক্রিস উড বল পাঠিয়েছিলেন। তবে ফাউলের কারণে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল বাতিল করেন। অস্কার দুয়ার্তেকে ফাউল করেন নিউজিল্যান্ডের গারবেট।

বিরতির পর ৬৯ মিনিটের মাথায় ফ্রান্সিসকো কালভোকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন কোস্টা বারবারোউস। তবে ভিএআরের শরণাপন্ন হরে রেফারি পরে তাকে লাল কার্ড দেখালে নিউজিল্যান্ড ১০ জনের দলে পরিণত হয়।

ম্যাচের ৭৬ মিনিটে জো বেলের পাসে বল পাওয়া ক্লেটন লুইসের বাঁ পায়ের দূরপাল্লার শট ঠেকিয়ে দিয়ে কোস্টারিকার ত্রাতা হন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস।

বাকি সময়ে নিউজিল্যান্ড গোল শোধের প্রাণান্তকর চেষ্টা করলেও হয়নি সফল। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কোস্টারিকা আনন্দ উদযাপন শুরু করে।