চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের খসড়া শীঘ্রই প্রকাশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের আলোকেই এবারো সীমানা নির্ধারণ করে আগামী সপ্তাহে খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন।

কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ কথা জানান।

সচিব জানান, কোনো ধরনের ব্যাপক রদবদল ছাড়াই বিগত জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ হয়েছিলো, সেই প্রক্রিয়া মেনে সামনের সপ্তাহে সীমানা নির্ধারণ এর খসড়া প্রকাশ করবে ইসি।

সচিব বলেন, এতে (খসড়ায়) আপত্তি জানানোর সময় দেয়া হবে। আপত্তি পেলে শুনানি শেষে চূড়ান্ত হবে সংসদীয় আসনের সীমানা। এপর্যন্ত ২৫ টি আবেদন পাওয়া গিয়েছে। ভৌগোলিক ও প্রশাসনিক অখণ্ডতা এবং জনসংখ্যার আনুপাতিক হার আমলে নিয়ে সীমানা চূড়ান্ত করা হবে।

তবে কোনো এলাকার জনগণের কোনো আপত্তি থাকলে সেই বিষয়গুলো নিয়ে আপিল শুনানি করবে নির্বাচন কমিশন।