এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। মঙ্গলবার বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে জয়ীদের আমন্ত্রণ জানিয়েছিল চ্যানেল আই। বয়সভিত্তিক থেকে শুরু করে যেকোনো সাফল্যতে সংবাদমাধ্যমটি ফুটবলারদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সে কারণে চ্যানেল আইকে ধন্যবাদ জানালেন চ্যাম্পিয়ন মেয়েরা।
বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে সাফজয়ী দলের উপস্থিত সকলে অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে চ্যানেল আইকে ধন্যবাদ জানান। পরে অধিনায়ক সাবিনা খাতুনও কথা বলেছেন প্রতিষ্ঠানটির এমন আয়োজন নিয়ে। তার মতে, মেয়েরা এই অভ্যর্থনা বেশ উপভোগ করেন।
‘আমিও আসলে সবসময় দেখে আসছি, আমাদের যেকেনো সাফল্যে বেশিরভাগ ক্ষেত্রেই চ্যানেল আই’র নাম থাকে। চ্যানেল আইয়ের অভ্যর্থনাও দেখার মতো থাকে, এবং মেয়েরা সেটা উপভোগ করে।’








