বিদেশী ফল ড্রাগনের চাষ ছড়িয়ে গেছে সারা দেশে। রঙে স্বাদে আকর্ষণীয় এই ফল যেমন দেশের পুষ্টি চাহিদায় ভূমিকা রাখছে, তেমনি রয়েছে এর অর্থনৈতিক গুরুত্বও। কৃষির বাইরে থাকা অনেক উদ্যোক্তাই আগ্রহী হচ্ছেন উচ্চমূল্যের এ ফল উৎপাদনে। নওগাঁ জেলার সাপাহারে প্রকৌশলী আবুল কালাম আজাদ ৪৫ বিঘা জমিতে গড়ে তুলেছেন আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রাগন ফলের বাগান। গুণছেন লাভের অঙ্ক।







