‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে পাল্টাপাল্টি দাবি
কুসিক নির্বাচন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে স্থানীয় সংসদ সদস্য এলাকায় আছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। সম্প্রীতির কুমিল্লা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।