চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আলঝেইমারের ঝুঁকিতে ক্রিস হেমসওয়ার্থ!

আলঝেইমার রোগে আক্রান্ত হতে পারেন ক্রিস হেমসওয়ার্থ। সম্প্রতি নতুন এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন এই আশঙ্কার কথা।

ডিজনি প্লাস হটস্টারের এক শোতে ক্রিস বলেন, ‘আমাদের স্মৃতিগুলো চিরকাল থাকার কথা। স্মৃতিগুলোই আমাদের তৈরি করে। এই স্মৃতি হারানোর ভয় পাই সবসময়। নানা অভিজ্ঞতা, স্ত্রী-সন্তানদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি হারানোর ভয় তাড়া করে আমাকে।’

এরপর অভিনেতা জানান, জিনগত কারণে আলঝেইমার আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তার। কারণ তিনি এপিওই৪ জিনের দু’টি প্রতিলিপি বহন করছেন। এই জিন যাদের শরীরে থাকে, তাদের ১০ জনের মাঝে ৮ জনই আলঝেইমারে আক্রান্ত হয়।

তবে আশার আলো জুগিয়ে ক্রিস বলেন, জিন থাকা মানেই যে রোগ হবে তা নয়। তবে অসুখটি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয় জিন।

স্নায়ুর ক্ষয়জনিত অসুখ আলঝেইমার। এটি অনিরাময়যোগ্য অসুখ। এই রোগে মস্তিষ্কের কোষগুলি মারা যেতে থাকে ও ব্রেনের কার্যকারিতা কমতে থাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View