চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিষয়গুলোর জন্য বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ‘সি’ ইউনিট, মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘সি১’ ইউনিট ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ‘সি২’ ইউনিটে আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা দেন।
বুধবার (২৪ মে) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেইসবুকে ভেরিফাইড পেইজ থেকে ফলাফল প্রকাশ করা হয়।
‘সি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী জানান, “এবারের ‘সি’ ইউনিটের পরীক্ষায় পাস করেছেন ৩ হাজার ৩১৮ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ১২ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী। মোট পরীক্ষা দিয়েছিলেন ১৫ হাজার ৭৬১ জন।”
তিনি আরও জানান, “‘সি১’ ইউনিটে ৪৯৪ জনের মধ্যে পাস করেছেন ১৯৮ জন। ফেল হয়েছে ২৯৬ জন। ‘সি২’ ইউনিটে ১ হাজার ৬৩৪ জনের মধ্যে পাস করেছেন ১৮১ জন। ফেল করেছেন ১ হাজার ৪৫৩ জন।”

পরীক্ষা পাসের হার সি ইউনিটে ২১ দশমিক ০৫ শতাংশ, সি১ ইউনিটে ৪০ দশমিক ০৮ শতাংশ এবং সি২ ইউনিটে ১১ দশমিক ০৮ শতাংশ। ‘সি’ ইউনিটের আসনসংখ্যা ৪৪১ টি।