চীনের শান্তি পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে, ইউক্রেন-পশ্চিমারা প্রস্তুত নয়: পুতিন
রাশিয়া ও চীন পারস্পরিক বাণিজ্য বাড়াতে একমত হলেও যুদ্ধ সহসা শেষ হওয়ার সম্ভাবনা নেই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে, দু’দেশের মধ্যে জ্বালানিসহ বিভিন্ন বাণিজ্য বাড়ানোর কথা বলা হয়েছে। পুতিন বলেছেন, চীনের শান্তি পরিকল্পনা যুদ্ধ শেষ করতে পারে, তবে ইউক্রেন এবং পশ্চিমারা শান্তির জন্য প্রস্তুত নয়।