চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফল ঘোষণার সময় প্রতিদ্বন্দী দু’গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের গুলিতে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রানীশংকৈল উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। সন্ধ্যা ৭টার দিকে ভোটের ফল জানতে শিশু সন্তানকে কোলে নিয়ে স্থানীয় বাচোর ইউনিয়নের ভাংবাড়ির ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান শিশুটির মা।

Bkash July

সেসময় মেম্বার প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোঁড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।

ঘটনার প্রতিবাদে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাচোর ইউনিয়নের ফুটিয়াটুলি এলাকায় অবরুদ্ধ করে রেখেছিল এলাকাবাসী।

Labaid
BSH
Bellow Post-Green View