ভারতের মহারাষ্ট্রের গোয়া-মুম্বাই হাইওয়েতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ জানুয়ারি স্থানীয় সময় ভোর ৫টায় মুম্বাই ও গোয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় ৪ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানিয়েছে, ট্রাকটি মুম্বাই যাচ্ছিল, আর মাইক্রোবাসটি রত্নাগিরি জেলায় যাচ্ছিল।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক শিশু ও তিন জন নারী ছিলেন। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তথ্যটি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে ৫ জন পুরুষ ও্র তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।







