সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিপরীতে আজ (১৫ জুলাই) বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ।
সোমবার (১৫ জুলাই) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সমাবেশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে আজ সোমবার বিকেল ৩টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ।

এর আগে রোববার দিবাগত মধ্যরাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে তারা হলে ফিরে গেলে রাতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ৩টা ২০ মিনিটে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ।
এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আজ দুপুর ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী সমাবেশ করার ঘোষণা দেন।







