প্রথম রাউন্ডেই শেষ হয়ে গেছে দাবা বিশ্বকাপে বাংলাদেশের পথচলা। প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় হেরেছেন। আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান করেছেন ড্র। দুই খেলায় দুই জনের কেবল আধা পয়েন্টের বিপরীতে প্রতিপক্ষের ঝুলিতে গেছে দেড় পয়েন্ট। এতে বাংলাদেশের দুই দাবাড়ুর বিশ্বকাপ অভিযান শেষ।
ভারতের গোয়ায় চলতি বিশ্বকাপে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভাসিল ইভানচুকের বিপক্ষে ড্র করেছেন ফাহাদ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩০ চালে ড্র করেন।
আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারির কাছে হেরে গেছেন। কালো ঘুঁটি নিয়ে সিলিয়ান ডিফেন্সের ফ্রেঞ্চ বিশ্লেষণ ধারায় খেলে ৭৯ চালের মাথায় হেরে যান তিনি।







