চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোয়ার্টারে চেলসিকে পেলো রিয়াল, ম্যানসিটির সামনে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়ে গেল। ইউরোপসেরার দৌড়ে সেরা আটে বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ খেলবে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে।

আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির পরীক্ষা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে হল প্রতিপক্ষ নির্ধারণ। ১০ জুন তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হবে আসরের ফাইনাল।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয় ৬-২ ব্যবধানে হারিয়ে এসেছে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে। ম্যানচেস্টার সিটি জার্মান ক্লাব লেইপজিগকে ৭-০তে হারিয়ে এসেছে।

আসছে ১১ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্নাব্যুতে খেলবে চেলসি। বেনফিকার মাঠে মুখোমুখি হবে ইন্টার মিলান। ১৮ এপ্রিল স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে ব্লুজরা আতিথেয়তা দেবে রিয়ালকে। দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মাঠে খেলবে বেনফিকা।

১২ এপ্রিল ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামে হবে প্রথম লেগের খেলা, আতিথেয়তা পাবে বায়ার্ন। এসি মিলানের সানসিরোতে প্রথম লেগ খেলবে নাপোলি। ১৯ এপ্রিল দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে খেলবে ম্যানসিটি এবং নাপোলির মাঠে খেলবে এসি মিলান।

এক নজরে কে কার প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ-চেলসি
ইন্টার মিলান-বেনফিকা
ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-নাপোলি