মৌসুমের শুরু থেকে একের পর হারে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এগারোতে নেমে গেছে চেলসি। টানা ব্যর্থতায় কোচ গ্রাহাম পটারকে বরখাস্তও করেছে ক্লাবটি। পটারের সঙ্গে নতুন চুক্তির সাত মাসেরও কম সময়ে ছাঁটাই করায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দিচ্ছে ব্লুজরা। চেলসিকে গুণতে হচ্ছে ১ কোটি ৩০ লাখ পাউন্ড, বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।
কোচ বরখাস্তের ঘটনায় গত নয় মাসে ৫ কোটি পাউন্ডের বেশি খরচ হচ্ছে ক্লাবটির। আগের কোচ থমাস টুখেলকেও বরখাস্ত করেছিল তারা। সেসময় ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি পাউন্ড দিয়েছিল চেলসি।
গত সেপ্টেম্বরে চেলসিতে যোগ দেয়ার পর থেকে প্রায় ৭০ লাখ পাউন্ড, বাংলাদেশী মুদ্রায় ৯১ কোটি টাকা বেতন নিয়েছেন ইংলিশ কোচ পটার। ৬ মাসের ক্যারিয়ারে তার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসি খেলেছে ৩১ ম্যাচ। যার মধ্যে জয় ১২টি। ১১ হারের পাশাপাশি ড্রয়ের সংখ্যা ৮।
২০২১-২২ মৌসুমে নতুন খেলোয়াড় কিনতে মোটা অঙ্কের অর্থ খরচ করেছিল চেলসি। যা আগামী মৌসুমে ক্লাবটির আর্থিক সমস্যা আরও বাড়িয়ে দেবে। এমনকি পরের মৌসুমের আগে বাধ্য হয়ে খেলোয়াড় বিক্রি করার সিদ্ধান্তও নিতে হতে পারে।







