পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কারাবাও কাপে এএফসি উইম্বলডনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি। ইংলিশ জায়ান্টদের হয়ে জয়সূচক গোলটি করেন এনজো ফের্নান্দেজ। চেলসির জার্সিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের এটি প্রথম গোল।
গত ফেব্রুয়ারিতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ১০৬.৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছেন এনজো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১,৩৯৯ কোটি টাকারও বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থে ট্রান্সফারের রেকর্ড গড়েন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।
স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল উইম্বলডন। ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে রবার্ট সানচেজ ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করেন জেমস টিলি।
বিরতির আগ মুহূর্তে পেনাল্টি পায় চেলসি। ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন উইঙ্গার ননি মাদুকে। যোগ করা সময়ের প্রথম মিনিটে স্পট কিক থেকে মাদুকে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা টানেন।
৬৫ মিনিটে ম্যাসন বার্স্টোকে বেঞ্চে বসিয়ে এনজো ফের্নান্দেজকে নামান কোচ মাউরিসিও পচেত্তিনো। সাত মিনিট পরই কোচের কৌশলের যথার্থতা প্রমাণ করেন এনজো। ডানপায়ের দূরপাল্লার শটে নিশানাভেদ করে ব্লুজদের এনে দেন লিড। তাতেই আসে জয়।








