এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অপেক্ষার পালা শেষ। শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর ৬ষ্ঠ বর্ষের আয়োজন। বড় কলেবরের এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে চ্যানেল আই স্টুডিওতে হয়ে গেল সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মমদ নূরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ, রিয়্যালিটি শোয়ের স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি এবং ইমাদ ইস্পাহানি।
এছাড়াও ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর তিন বিজ্ঞ বিচারক কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী ও নাট্যজন ত্রপা মজুমদার এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর।
সংবাদ সম্মেলনে নতুন সিজনের বিষয় নিয়ে কথা বলেন ইস্পাহানি টি এর মহাব্যবস্থাপক ওমর হান্নান। এবারের সিজনে নতুন কী চমক থাকছে এ বিষয়ে তিনি বলেন, ২০১৭ সালে অনুষ্ঠানটি আমরা শুরু করলেও করোনার কারণে মাঝখানে দীর্ঘ বিরতি ছিলো। গত বছর যখন আমরা আবারও আয়োজন করি, তখন সন্দেহ ছিল অনুষ্ঠানটির জনপ্রিয়তা ভাটা পড়ে কিনা! কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে অনুষ্ঠানটির জনপ্রিয়তা আরো দ্বিগুণ বেড়ে যেতে দেখেছি।
তিনি বলেন, এবারের ইস্পাহানি বাংলাবিদ এর সিজনে দুটি বড় চমক রয়েছে। তার একটি হলো, এবারের ইস্পাহানি বাংলাবিদকে আমরা নিয়ে যাচ্ছি দেশের বাইরে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাছাইয়ের মাধ্যমে আমরা প্রতিযোগী নিয়ে আসবো। এপাড় বাংলা, ওপাড় বাংলা- সব মিলিয়ে আমরা সেরা বাংলা ভাষাভাষিকে নিয়ে আসবো একই ছাদের নিচে। আর দ্বিতীয় চমক, এবারের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর গ্র্যান্ড ফিনালে হবে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে। অর্থ্যাৎ ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি।
অনুষ্ঠানটি নিয়ে সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ জানান, ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ অনুষ্ঠানটিকে আমি ব্যক্তিগতভাবে আইকনিক একটি অনুষ্ঠান মনে করি। টেলিভিশন না দেখার এই সময়ে এখনো যারা কিছু অনুষ্ঠান টেলিভিশনেই দেখেন, ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তেমনি একটি অনুষ্ঠান। প্রতিবারই খেয়াল করছি, এই অনুষ্ঠানটির কলেবর বৃদ্ধি পাচ্ছে। এবারতো দেশের বাইরের প্রতিযোগীদেরও যুক্ত করা হচ্ছে। সবকিছু মিলিয়ে সত্যিই এটি দৃষ্টান্তমূলক অনুষ্ঠান। চ্যানেল আই এমন অনুষ্ঠান সম্প্রচার করতে পেরে সম্মানিত। কেননা চ্যানেল আই নিজেও বাংলা ভাষার চর্চা করে। বাংলাকে তুলে ধরে। বাংলার যতো ধরনের উৎসব, সবই চ্যানেল আই ধারণ করার সাথে দর্শকের সামনেও তুলে ধরে।

নাট্যজন মামুনুর রশীদ বলেন, বাংলা ভাষার যে শক্তি সেটা আমরা জানি। কিন্তু এটা যে কতো শক্তিশালী, সেটা আমাদের ছাত্রছাত্রীদের জানা দরকার। আমাদের ভাষা নস্যাৎ করে দিতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বাংলার এমন শক্তি যে কেউ পেরে উঠতে পারেনি। চ্যানেল আই ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর মাধ্যমে ভাষার নন্দনতাত্ত্বিক যে কাজ শুরু করেছে, আমি আশা করবো- দীর্ঘদিন তা চলবে। এসময় বাংলা ভাষা নিয়ে চ্যানেল আইয়ের ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ উদ্বোধন ঘোষণা করেন কবি নূরুল হুদা।
সব শেষে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর ৬ষ্ঠ বর্ষে যারা অংশ গ্রহণ করতে আগ্রহী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, বৃহস্পতিবার (১৬ মে) থেকেই শুরু হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া। বাংলাদেশের ৮টি বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের সকল বিদ্যালয়ে এই খবর পৌঁছে দিবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর স্বেচ্ছাসেবীরা। বিস্তারিত জানতে চোখ রাখতে হবে চ্যানেল আই-এর পর্দায় এবং ইস্পাহানি মির্জাপুর চা-এর ফেসবুক পেজে।








