নিজেদের ছাড়িয়ে যাওয়ার অঙ্গীকার চ্যানেল আইয়ের
চ্যানেল আই বিশ্বের কাছে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা যুগ যুগ ধরে তুলে ধরবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিরপেক্ষ অবস্থানে থেকে জনমত গঠনে চ্যানেল আইয়ের কাছে অতীতের মতো বলিষ্ঠ ভূমিকা চান তারা। কেবল উচ্ছাসে ভেসে যাওয়া নয়, মানুষের ভালোবাসার প্রতিদান দিতে নিজেদের ছাড়িয়ে যাওয়ার অঙ্গীকার চ্যানেল আইয়ের।