চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চাঁদপুরে জাটকা ধরায় ২৭ জেলে আটক

মোরশেদ আলম, চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ২৭ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় ৩৯ কেজি জাটকা, ৮টি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Bkash July

সদর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় পৃথক পৃথক স্থান থেকে ২৭ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ১৮ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ছয় জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকী তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুসলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

তিনি জানান, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আটককৃত জাটকা স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Labaid
BSH
Bellow Post-Green View