চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমছে না

মোরশেদ আলম: মৌসুমের শেষের দিকে চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমছে না। তবে প্রচুর ইলিশের সরবরাহে স্বস্তি ফিরেছে মৎস্য ব্যবসায়ীদের মাঝে। আর বণিক সমিতি বলছে, ভারতে মাছ রপ্তানি করায় দাম কমছে না ইলিশের।

চাঁদপুরে পদ্মা-মেঘনায় ইলিশ নেই। সাগরে ফিশিংবোটের জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ছে। সেই ইলিশে এখন সরগরম চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। সাগরের ইলিশেই রাজধানীখ্যাত চাঁদপুর মাছঘাটে রুপালি ইলিশের চাকচিক্য বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে তিন থেকে সাড়ে তিন হাজার মন ইলিশের বেচাকেনা হচ্ছে এ ঘাটে।

সাগরের ইলিশ ও ভোলা, বরিশাল, হাতিয়া সন্দ্বীপের মাছের দাম কিছুটা কমলেও বৃদ্ধি পেয়েছে চাঁদপুরের লোকাল ইলিশের। আগের মতো বেশি দামেই ইলিশ কিনতে হচ্ছে ক্রেতাদের।

তবে এভাবে ইলিশের সরবরাহ অব্যাহত থাকলে দাম কমে আসবে বলে জানান বণিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি জানান, এই ঘাটে আসা ইলিশের বেশিরভাগ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হওয়ায় চাঁদপুরে ইলিশের দাম কিছুটা বেশি।