এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগের রাত থেকে বৃষ্টি ঝরছিল। থেমে থেমে কয়েক দফা বৃষ্টি নামে। দুপুরের দিকে বৃষ্টি থামলে কিছুটা সম্ভাবনা জাগে খেলা গড়ানোর। কিছুপর ফের বৃষ্টি নামে। টানা কয়েকঘণ্টার বৃষ্টিতে অবশেষে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ গড়ানোর কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। দেড়টার দিকে বৃষ্টি না থাকলেও আউটফিল্ড খেলার জন্য উপযুক্ত না হওয়ায় টস গড়ায়নি। মিনিট দশেক পর ফের বৃষ্টি নামে।
প্রায় দুঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সময় সাড়ে তিনটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। কোনো জয় ছাড়াই আসর শেষ হল বাংলাদেশ ও পাকিস্তানের।
আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুদলই ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে সেমির দৌড় থেকে ছিটকে যায়। নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হতো দুদল। বৃষ্টিতে পণ্ড হয়ে গেল সেটিও।
পাকিস্তান থেকে রানরেটে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপের তিনে থেকে আসর শেষ হল বাংলাদেশের, ১ পয়েন্ট সঙ্গী করে। তলানিতে থেকে শেষ হল আয়োজক পাকিস্তানের, তাদেরও পয়েন্ট ১। ভারত ও নিউজিল্যান্ড দুদল খেলবে সেমিতে। আগামী ২ মার্চ দুবাইতে গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি হবে তারা।
এই ম্যাচের আগে দুদল মুখোমুখি হয়েছিল মোট ৩৯ বার। পাকিস্তানের ৩৪ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে কেবল ৫টিতে। তবে কোনো ম্যাচই পরিত্যক্ত হয়নি। ৪০তম ম্যাচে এসে প্রথমবার পরিত্যক্ত হল দুদলের মুখোমুখি লড়াই।








