এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে ইতিহাস গড়লেন ম্যাক্স ডোম্যান। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার এখন তিনি। পাঁচ বছর আগের রেকর্ড ভেঙেছেন। আগে কমবয়সীর রেকর্ডটি ছিল জার্মান ফরোয়ার্ড ইউসোফা মুকোকোর দখলে।
ইংলিশ উইঙ্গার ডোম্যানের ইউরোপসেরার মঞ্চে স্লাভিয়া প্রাগের বিপক্ষে মঙ্গলবার রাতে ১৫ বছর ৩০৮ দিন বয়সে অভিষেক হয়েছে। মুকোকো রেকর্ড গড়েছিলেন ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৬ বছর ১৮ দিন বয়সে ইউরোপসেরার মঞ্চে নেমে।
ম্যাচের ৭২ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় লেয়ান্দ্রো ট্রোসার্ডকে তুলে নেন গানারদের কোচ মিকেল আর্তেতা। বদলি নামান ইতিহাস গড়া ডোম্যানকে।
ডোম্যান পাঁচ বছর বয়সে আর্সেনালে যোগ দেন ২০১৫ সালের মে’তে। ১৩ বর্ষে আর্সেনালের অনূর্ধ্ব-১৮ দলে অভিষেক হয়। উয়েফা ইয়ূথ লিগে সবচেয়ে কম ১৪ বছর বয়সে গোল করেছিলেন তিনি।
সেসময় প্রথমবার আর্সেনাল মূল দলের অনুশীলনে ডাক পান ডোম্যান। গত সপ্তাহে কারাবাও কাপে ব্রাইটনের বিপক্ষে গড়েছেন আর্সেনালের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শুরুর একাদশে খেলার কীর্তিও।








