নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হল চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ রাত, অর্থাৎ অষ্টম রাউন্ড। একই সময় মাঠে নেমেছিল আসরের ৩৬ দল। নকআউটের জন্য অধিকাংশ দলের অবস্থান ঝুলে ছিল শেষ ম্যাচের উপরে। শুধুমাত্র ইংলিশ ক্লাব আর্সেনাল এবং জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখই নকআউট নিশ্চিত করে রেখেছিল। আসর থেকে ছিটকে গেছে ১২ দল, নির্ধারণ হয়েছে কোন ১৬ দল খেলবে প্লে-অফ এবং কোন ৮ দল সরাসরি শেষ ষোলো তথা নকআউটে।
লিগে তৃতীয় স্থান থেকে ১২তম স্থানে থাকা দলগুলোর পয়েন্ট ছিল কাছাকাছি। শেষ রাউন্ডে নকআউট নিশ্চিত করতে জয়ের বিকল্প ছিল না অনেকের। কিছু দলের জন্য ড্র করলেও চলত, কারো দরকার ছিল বড় জয়।
আসরে প্লে-অফে লড়বে ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো। প্লে-অফ জেতা দলগুলো টিকিট পাবে শেষ ষোলোতে। যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে সরাসরি পৌঁছানো ১ থেকে ৮এ থাকা দলগুলো, যারা সবার আগে নকআউট নিশ্চিত করে ফেলেছে।
৮ ম্যাচে অপরাজিত থেকে ২৪ পয়েন্টে টেবিলে শীর্ষে আর্সেনাল এবং ৮ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন বেশ আগেই পৌঁছে গিয়েছিল নকআউটে। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিভারপুল, ১৭ পয়েন্টে চতুর্থ স্থানে থেকে টটেনহ্যাম গতরাতে নিশ্চিত করেছে শেষ ষোলো। সমান ১৬ পয়েন্ট নিয়ে ক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম স্থানে থেকে নকআউটের টিকিট কেটেছে যথাক্রমে বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন এবং ম্যানচেস্টার সিটি।
ড্র করতে পারলে সরাসরি নকআউটে, কিন্তু বড় হারে বেড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অপেক্ষা। ১৫ পয়েন্টে নবম স্থানে থেকে খেলতে হবে প্লে-অফ। সমান পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে ইন্টার মিলান। প্লে-অফের বাকি দলগুলো- ১৪ পয়েন্ট নিয়ে ১১তম ও ১২তম স্থানে আছে গেল আসরের চ্যাম্পিয়ন পিএসজি এবং নিউক্যাসল ইউনাইটেড। ১৩ করে পয়েন্ট নিয়ে ১৩তম, ১৪তম এবং ১৫তম স্থানে জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আটালান্টা। ১৬তম স্থানে ১২ পয়েন্ট নিয়ে বেয়ার লেভারকুসেন এবং ১৭তম স্থানে আছে ১১ পয়েন্ট নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড, সমান পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে অলিম্পিয়াকোস। সমান ১০ পয়েন্ট নিয়ে ১৯তম থেকে ২২তম স্থানে অবস্থান করছে ক্লাব ব্রুগে, গ্যালাতাসারে, কারাবাগ এফকে এবং মোনাকো। ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফের শেষ দুটি দল অর্থাৎ, ২৩তম এবং ২৪তম দল দুটি হল বোডো/গ্লিমট এবং বেনফিকা।
টেবিলের ২৫তম থেকে ৩৬তম দলগুলোর আসর শেষ। ৯ পয়েন্ট নিয়ে ২৫, ২৬ এবং ২৭ নম্বরে আছে মার্শেই, পাফোস এবং ইউনিয়ন সেইন্ট। ৮ পয়েন্ট নিয়ে ২৮ থেকে ৩১তম স্থানে আছে পিএসভি, অ্যাথলেটিক ক্লাব, নাপোলি এবং কোপেনহেগেন। ৬ পয়েন্ট নিয়ে ৩২তম স্থানে আয়াক্স, ৪ পয়েন্ট নিয়ে ৩৩তম স্থানে ফ্রাঙ্কফুর্ট এবং ৩ পয়েন্ট নিয়ে ৩৪তম স্থানে আছে স্লাভিয়া প্রাগ। ১ পয়েন্ট নিয়ে ৩৫ এবং ৩৬তম স্থানে আছে ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি।
শুক্রবার হবে প্লে-অফের ড্র। যার মাধ্যমে নির্ধারিত হবে কে কার প্রতিপক্ষ।
এক নজরে কারা নকআউটে: আর্সেনাল, বায়ার্ন, লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন এবং ম্যানচেস্টার সিটি।
কারা প্লে-অফে: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, আটালান্টা, লেভারকুসেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগে, গ্যালাতাসারে, কারাবাগ এফকে, মোনাকো, বোডো/গ্লিমট এবং বেনফিকা।
কারা বিদায়: মার্শেই, পাফোস, ইউনিয়ন সেইন্ট, পিএসভি, অ্যাথলেটিক ক্লাব, নাপোলি, কোপেনহেগেন, আয়াক্স, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি।







