স্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতিহাস গড়েছে নাপোলি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালির ক্লাবটি। শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছিল জার্মানিতে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে বুন্দেসলিগার ক্লাবটিকে বিধ্বস্ত করেছে ৩-০ গোলে।
ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টকে পাত্তাই দেয়নি নাপোলি। স্বাগতিক জার্সিতে জোড়া গোল করেছেন ভিক্টর ওসিমহেন। এক গোল করেছেন পিওতর জেলিনস্কি। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পা রেখেছে ইতালির ক্লাবটি।
ইতিহাস গড়ার রাতে ফ্রাঙ্কফুর্টের উপর আধিপত্য ছিল নাপোলির। ক্রমাগত আক্রমণে ইতালিয়ান ক্লাবটির প্রথম জালের দেখা মেলে প্রথমার্ধের যোগ করা সময়ে। পলিতানোর পাস থেকে আসা বলে গোল করে দলকে এগিয়ে নেন ওসিমহেন।
বিরতির পর সফরকারীদের উপর শুরু থেকেই চড়াও হয় স্বাগতিক দলটি। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওসিমহেন। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি আদায় করেন জেলিনস্কি। পরে লড়াই চলতে থাকলেও গোল পায়নি আর কোন দলই। স্বস্তির ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে ফ্রাঙ্কফুর্টকে পাত্তা না দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নাপোলি।