বেনফিকার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়লেও লিওনেল মেসির দারুণ রেকর্ডের সঙ্গী হয়েছে পিএসজি। বুধবার রাতে লিসবনে দর্শনীয় এক গোলে নিজেকে আরও উচ্চতায় তুলে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচের ২২ মিনিটে কাইলিয়ান এমবাপেকে বল বাড়িয়ে সামনে দৌড়ে গিয়েছিলেন মেসি। নেইমারের পা ঘুরে বক্সের মাথায় তার কাছে ফেরত আসে বল। বাঁ-পায়ের দুরন্ত বাঁকানো শটে বাকি কাজটা সারেন ৩৫ বর্ষী কিংবদন্তি।
গোলটির মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ৪০টি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোল করা প্রথম খেলোয়াড়ের রেকর্ড নামের পাশে লিখিয়েছেন মেসি।
ম্যাচের ৮১ মিনিটে মেসির পরিবর্তে পাবলো সারাবিয়াকে নামান ক্রিস্তোফ গালতিয়ের। এলএম থার্টি ক্লান্ত হয়ে পড়াতে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়েছিল, ম্যাচ শেষে জানান পিএসজি কোচ।
‘সে ইঙ্গিত দিয়েছিল মাঠ থেকে উঠে যেতে চান। ফাইনাল স্প্রিন্টে সে ক্লান্ত হয়ে পড়েছিল। সেই মুহূর্তে তার একজন নতুন সতীর্থকে নামানোই ভালো বিকল্প ছিল।’







