চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইন্টারের কাছে হারল বার্সা, জিতল লিভারপুল-বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে বার্সেলোনা।

সি গ্রুপে থাকা বার্সা ৩ ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে। তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইন্টার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মঙ্গলবার রাতে সান সিরোতে হওয়া ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ইতালিয়ান লেফটব্যাক ফেডেরিকো ডিমার্কোর অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ের দূরপাল্লার শটে ম্যাচের একমাত্র গোলটি করেন তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডার হাকান কালহানোগু।

গ্রুপের আরেক ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

সাত মিনিটেই জামাল মুসিয়ালার পাসে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে বাভারিয়ানদের এগিয়ে দেন লেরয় সানে। ছয় মিনিট পর লিওন গোরেৎজকার কাছ থেকে বল নিয়ে ডান পায়ে ব্যবধান দ্বিগুণ করেন সের্জ জিনাব্রি।

খেলার ২১ মিনিটে বাম পায়ে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-০ করেন সাদিও মানে। বিরতির পর ৫০ মিনিটে মানের বাড়ানো বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সানে।

ম্যাচের ৫৯ মিনিটে গোরেৎজকার পাসে বল নিয়ে ডান পায়ে নিশানাভেদ করেন ক্যামেরুনের স্ট্রাইকার এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং।

এ গ্রুপের খেলায় রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ৭ মিনিটে ডান পায়ের ফ্রি কিকে বল জালে জড়ান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। ৫৩ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মাদ সালাহ।

গ্রুপের আরেক ম্যাচে ডাচ ক্লাব আয়াক্সকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে নাপোলি।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে নাপোলি সবার উপরে রয়েছে। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অলরেডরা। আয়াক্স ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে।

বি গ্রুপের খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলের হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে বেলজিয়ান দল ক্লাব ব্রুগে।

৩৬ মিনিটে ঘানার মিডফিল্ডার কামাল সোওয়াহ স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ ফুটবলার ফেরান জুটলগা।

গ্রুপের আরেক খেলায় বায়ের লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছে পোর্ত।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে আছে ক্লাব ব্রুগে। সমান ৩ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানের কারণে দুইয়ে পোর্ত, তিনে লেভারকুসেন ও অ্যাটলেটিকো চারে অবস্থান করছে।

ডি গ্রুপের খেলায় ফ্রাঙ্কফুর্টের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। আরেক খেলায় স্পোর্টিং সিপিকে ৪-১ গোলে হারিয়েছে মার্সেই।