চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যাম্পিয়ন্স লিগ বিপর্যয়ের পর পরিবর্তনের ডাক দিলেন ক্লপ

রিয়াল মাদ্রিদের কাছে শোচনীয় হারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেই বাদ পড়েছে লিভারপুল। কারাবাও কাপ ও এফএ কাপ থেকেও নিয়েছে বিদায়। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও করুণ অবস্থা। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে দলটির অবস্থান। এমন পরিস্থিতিতে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ।

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে অলরেডরা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের পরিবর্তন যে অনিবার্য, সেটিই তার কণ্ঠে ফুটে উঠল।

Bkash July

‘চ্যাম্পিয়নস লিগে পাঁচ গোল হজম করে হার মেনে নেয়া যায় না। তবে যেভাবেই হোক তা ঘটেছে। আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা সত্যিই ভালো হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল সবচেয়ে বাজে। এখনও দলের অবস্থা স্থিতিশীল নয়।’

‘আমরা যেভাবে খেলি তাতে কিছুটা ধারাবাহিকতা খুঁজে বের করতে হবে। সবকিছু আবেগের বিষয় হতে পারে না। আমাদের আবারো আত্মবিশ্বাস ফিরিয়ে খেলার গুনগণ মানকে মাঠে নিয়ে আসতে হবে।’

Reneta June

প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ চারে থেকে শেষ করতে পারলেই মিলবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার টিকিট। অথচ চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে। সামনের আসরে খেলাটা কতটা কঠিন, ক্লপ তা স্বীকার করেই নিলেন।

‘আমি দুঃখিত, এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে খেলার নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমরা খেলার জন্য লড়াই করব। এই লড়াইটা এখনো করা সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে খেলা সম্ভব নয়- এমন কথা তাই আমাদের বলা ঠিক হবে না। তবে ইউরোপীয় প্রতিযোগিতার ভিত্তিতে আমরা কোন অবস্থানে থেকে শেষ করব, তা জানার আগে আমাদের কাজ শুরু করতে হবে।’

Labaid
BSH
Bellow Post-Green View