
রেনাটা লিমিটেড ও স্কুল অফ ফার্মাসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর যৌথ আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট সপ্তাহ উদযাপন হয়েছে। এবারের মূল প্রতিপাদ্য ছিল ফার্মাসিস্টদের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার শক্তিবর্ধন। দিবস উদযাপনে গোলটেবিল আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও গবেষণা প্রস্তাব উপস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়।
এই অনুষ্ঠানে রেনাটা লিমিটেডের ৩০ বছর পূর্তি উপলক্ষে সম্ভাবনাময় তরুণ ফার্মেসি শিক্ষার্থীদের তিনটি গবেষণা অনুদান পুরস্কৃত করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠানের গোলটেবিল আলোচনা পর্বে অংশগ্রহণ করেন সমাদৃত শিক্ষক এবং শিল্প কর্মকর্তাগণ, যারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রদূত। এই আলোচনায় উঠে আসে কিভাবে ফার্মাসিস্টদের মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপকার হতে পারে এবং ভবিষ্যতের জন্য টেকসই স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা যেতে পারে।
সাদাফ সাজ সিদ্দিকি (মলিকুলার বায়োলজিস্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা- এস্কেজেন লিমিটেড) উল্লেখ করেন,ঔষধের তৈরি এবং নিবন্ধিকরণ থেকে শুরু করে জন সচেতনতা তৈরি ও মার্কেটিং পরবর্তী কার্যক্রম পর্যন্ত প্রতি ধাপেই ফার্মাসিস্টরা অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে থাকে।

বৈঠকের এক পর্যায়ে বাংলাদেশের ঔষধ শিল্পের প্রেক্ষাপটে ফার্মাসিস্টদের বর্তমান ভূমিকা আলোচিত হয়। এ পর্যায়ে তাদের সাফল্য উল্লেখ করে ঔষধ শিল্প বিশেষজ্ঞ তানবীর সাজিব উল্লেখ করেন যে, বর্তমানে রেনাটা লিমিটেডে ১৬০ জন ফার্মাসিউটিকাল বিজ্ঞানী কর্মরত রয়েছেন।
এছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফার্মাসির অনেকেই বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। অনেক ফার্মাসিস্টরাই বায়োইকুইভ্যালেন্স স্টাডির মাধ্যমে কঠোর রেগুলেটরি মার্কেটে বাংলাদেশী ঔষধের অনুমোদন নিশ্চিত করছেন। কিভাবে এখানে আরো উন্নতি করা যেতে পারে তা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হয়।
ডঃ ইভা রহমান কবির (ডিন, স্কুল অফ ফার্মাসি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়) আলোচনায় মাল্টিডিসিপ্লিনারি স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মাসিস্টদের ভূমিকার বিষয় উত্থাপিত করলে ডঃ মলয় কান্তি মৃধা (অধ্যাপক, জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়) বলেন যে, জনস্বাস্থ্য (পাব্লিক হেলথ) সেক্টরে ফার্মাসিস্ট দের ভালো সম্ভাবনা রয়েছে কারন তারা ঔষধ এবং স্বাস্থখাতে বাস্তবিক তথ্য নিয়ে কাজ করতে সক্ষম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভবিষ্যতে তরুণ ফার্মাসিস্টদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন ‘বুটক্যাম্প’ এর আয়জনের গুরুত্ব নিয়ে আলোচনা হয় এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণের মাধ্যমে মুল্যবান মতামত প্রদানকে সাধুবাদ জানানো হয়। গোলটেবিল বৈঠকের পরবর্তীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্কুল অফ ফার্মাসি এর বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগীতা এবং গবেষণা প্রস্তাব উপস্থাপনা করা হয়।
রেনাটা লিমিটেডের পক্ষ থেকে বিশ্ব ফার্মাসিস্ট সপ্তাহ উদযাপনে গবেষণা প্রস্তাব উপস্থাপনার প্রথম ৩ জন অংশগ্রহণকারীকে তিনটি গবেষণা অনুদান প্রদান করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্কুল অফ ফার্মাসির সহযোগী ডিন, ডঃ হাসিনা ইয়াসমিন ধন্যবাদ প্রদান পূর্বক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিজ্ঞাপন