চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মোশাররফ হোসেন: কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়।

বুধবার স্থানীয় সময় সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন এবং দূতাবাসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে দূতাবাস কর্মকর্তা ও কমিউনিটির নেতৃবৃন্দদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান (এনডিসি পিএসসি)।

এ সময় কুয়েতের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশ থেকে পাঠানো বাণী সমূহ দূতাবাসের কর্মকর্তারা পাঠ করে শোনানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, ‘বাঙালি জাতির জন্য এই দিবস একদিকে চরম শোক ও বেদনার অন্যদিকে আনন্দের। বিশ্বে একমাত্র বাংলাদেশিরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, সেই হিসেবে আমরা বাঙালি হিসেবে গর্বিত জাতি ’

এসময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, ডিফেন্স এর্টাসি বিগ্রেডিয়ার জেনারেল হাসান উজ জামান, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা,  কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ বাংলাদেশি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

Labaid
BSH
Bellow Post-Green View