চাঁদপুরে ছাদ কৃষিতে শিক্ষক দম্পতির সাফল্য
সবজি আর ফলসমৃদ্ধ ছাদ আর আঙিনায় হাঁস। শিক্ষক দম্পতি মোহাম্মদ বদরুল হক এবং আক্তারুন নেছা তাদের ৩ শতাংশ জমিতে গড়ে তোলা ভবনের ছাদ নানা রকমের সবজি ও ফল দিয়ে সাজিয়েছেন। মানসিক শান্তির জন্য তারা এই ছাদ বাগান তৈরি করেছেন।