যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। এবারও হচ্ছে না ব্যতিক্রম। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের তৃতীয় দিন থাকছে নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের তৃতীয় দিন (বুধবার) সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।
গেল বছর ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত এই সিনেমা। ২০১৯ সালে বাংলাদেশে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান ও অর্থ পাচার নিয়ে সিনেমাটির গল্প। এতে গোয়েন্দা সংস্থার এক সদস্য ‘নেওয়াজ’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।
সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।







