চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ডিনকে দিয়ে টয়লেট পরিষ্কার: এমপির বিরুদ্ধে মামলা

ভারতের মহারাষ্ট্রের নান্দেদের একটি সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত ডিন দিয়ে টয়লেট পরিষ্কার করানোর অভিযোগে শিবসেনা সাংসদ হেমন্ত পাটিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার ৪ অক্টোবর পুলিশ জানিয়েছে, ভারপ্রাপ্ত ডিন দায়িত্ব নেয়ার ৪৮ ঘণ্টায় ৩১ জন রোগী মারা যায়। যার শাস্তি হিসেবে ডিনকে দিয়ে একটি নোংরা টয়লেট পরিষ্কার করিয়েছেন এমপি হেমন্ত পাটিল।

Bkash

সরকারী কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেয়া এবং তার মানহানির অভিযোগে ভারপ্রাপ্ত ডিন সাংসদ হেমন্ত পাটিলের বিরুদ্ধে মামলা করেছেন।

৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর কিছু শিশুসহ মৃত্যু নিয়ে ক্ষোভের মধ্যে, হিঙ্গোলির সাংসদ শঙ্কররাও চ্যাবন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে হেমন্ত পাটিল ডিনের হাতে ঝাড়ু তুলে দিচ্ছেন এবং তাকে একটি টয়লেট পরিষ্কার করাচ্ছেন।

Reneta June

ডিনের অভিযোগের পর আজ সকালে হেমন্ত পাটিল এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিরত করার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল), ৫০০(মানহানি) এর অধীনে একটি প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View