চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কানের মঞ্চে এমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করলেন স্বর্ণপাম জয়ী

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পেনশন সংস্কার নিয়ে প্রবল বিক্ষোভ হয়েছিল ফ্রান্সে। প্যারিসের রাস্তায় জড়ো হয়ে প্রতিবাদ করেছেন লাখ লাখ মানুষ। বিক্ষোভকারীদের আঘাত করে তাদের দমন করেছে ফ্রান্সে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে স্বর্ণপাম জয়ী ফরাসি নির্মাতা জাস্টিন ট্রিয়েট ফ্রান্স সরকারের এই দমন নীতির সমালোচনা করেছেন।

নির্মাতা বলেন, ‘এই সরকার সমর্থন করে সংস্কৃতির বাণিজ্যিকীকরণ, যা ফ্রান্সের সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। তিনি যোগ করেছেন যেই সাংস্কৃতির উত্তসরি না হলে আজ এখানে থাকতাম না।’

ম্যাক্রোঁর পেনশন সংস্কার ট্রিয়েট বলেন, ‘পেনশন ব্যবস্থার সংস্কার নিয়ে ইতিহাস সৃষ্টি করা বিক্ষোভ হয়েছে। কিন্তু এই বিক্ষোভের কথা অস্বীকার করা হয়েছে এবং নির্মমভাবে দমন করা হয়েছে।’

জাস্টিন ট্রিয়েটের এই সমালোচনামূলক বক্তব্য দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন ফরাসি সংস্কৃতি মন্ত্রী রিমা আব্দুল মালাক। তিনি বলেছেন, ফরাসি পরিচালকের হাতে পুরষ্কার যাওয়ায় তিনি খুশি, কিন্তু ট্রিয়েটের বক্তব্য শুনে ‘বিস্মিত’ হয়েছে।

তিনি টুইটারে লিখেছেন, ‘এই সিনেমাটি ফিল্ম ফাইন্যান্সিং মডেল ছাড়া দিনের আলোও দেখতে পেত না, যা অনন্য বৈচিত্র্যের পথ খুলে দেয়। আসুন ভুলে না যাই।’

গত জানুয়ারির মাঝামাঝিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স বাড়ানোর উদ্যোগ নেন। অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা হয়। বিশেষ সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ভোট ছাড়াই আইন প্রণয়ন করতে সরকার বাধ্য করে। এর প্রতিবাদে ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান