চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কানে শেয়ানে শেয়ানে টক্কর, কোন সিনেমা জিতবে পাম দ’র?

দক্ষিণ ফ্রান্সে সাগর পাড়ের শহরে চলছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। ঘুরেফিরে এখন সবার প্রশ্ন একটাই-কোন ছবি জিততে পারে স্বর্ণপাম?

দক্ষিণ ফ্রান্সে সাগর পাড়ের শহরে চলছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। ঘুরেফিরে এখন সবার প্রশ্ন একটাই-কোন ছবি জিততে পারে স্বর্ণপাম?

এবারের আসরে মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ২১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই তালিকায় এবার স্থান পেয়েছে সাত নারী পরিচালকের কাজ। সমালোচকরা মনে করছেন এবছরের কান চলচ্চিত্র উৎসবে পাম দ’রের দৌড়ে এগিয়ে আছে কেন লোচের ‘দ্য ওল্ড ওক’ এবং জাস্টিন ট্রিয়েটের ‘অ্যানাটমি অফ অ্যা ফল’।

Bkash July

স্বর্ণপাম জেতার সম্ভাব্য তালিকা তৈরির ক্ষেত্রে এবছর কোনো নির্দিষ্ট ছবিকে এগিয়ে রাখা সম্ভব নয়। কারণ একাধিক গুণী নির্মাতার অসাধারণ কিছু ছবি এবার লড়ছে। তবে চলচ্চিত্র বিশ্লেষক ও সমালোচকদের মন্তব্যের প্রেক্ষিতে স্বর্ণপামের দৌড়ে এগিয়ে থাকা পাঁচ ছবির নাম দেয়া হলো।

Reneta June
  • অ্যানাটমি অব ফল (জাস্টিন ট্রিয়েট)
  • অ্যাবাউট ড্রাই গ্রাসেস (নুরি বিলগে সিলান)
  • দ্য ওল্ড ওক (কেন লোচ)
  • মনস্টার (হিরোকাজু কোর-এডা)
  • অ্যাস্টেরয়েড সিটি (ওয়েস অ্যান্ডারসন)

স্বর্ণপাম প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো (জেসিকা হাউসনার), দ্য জোন অব ইন্টারেস্ট (জোনাথন গ্লেজার), ফলেন লিভস (আকি কাউরিসমাকি), ফোর ডটার্স (কাউথার বেন হানিয়া), অ্যাস্টেরয়েড সিটি (ওয়েস অ্যান্ডারসন), অ্যানাটমি অফ অ্যা ফল (জাস্টিন ট্রিয়েট), মনস্টার (হিরোকাজু কোর-এডা), সল ডেল’আভেনিয়ার (নান্নি মরেট্টি), লা চিমেরা (এলিস রোওয়াকের), লাস্ট সামার (ক্যাথেরিন ব্রেইল্লাত), দ্য পট আউ ফেউ (ট্রান আন হুং), অ্যাবাউট ড্রাই গ্রাসেস (নুরি বিলগে চেইলান), মে/ডিসেম্বর (টড হেইন্স), রাপিটো (মার্কো বেলোচ্চিও), ফায়ারব্র্যান্ড (করিম আইনুজ), দ্য ওল্ড ওক (কেন লোচ), বানেল এট আদমা (রামাতা-তৈলায়ে সি), পারফেক্ট ডেইজ (উইম ওয়েন্ডারস), ইয়থ (ওয়াং বিং), ব্ল্যাক ফ্লাইস (জঁ স্টিফান সুভ্যার) এবং হোমকামিং (ক্যাথেরিন কোরসিনি)। এই ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমা পাবে স্বর্ণপাম। সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে স্বর্ণপাম বিজয়ীর নাম।

প্রতিযোগিতা বিভাগে বাইরেও এবার কান মাতিয়েছে তারকাবহুল বেশ কিছু সিনেমা। এর মাঝে আছে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি (জেমস ম্যানগোল্ড), কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন (মার্টিন স্করসিস) এর মতো তারকাবহুল সিনেমা।

এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন দুইবার স্বর্ণপাম জয়ী সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড। তার নেতৃত্বে বিচারক হিসেবে আছেন ব্রি লারসন, পল ড্যানো, মরিয়ম টুজানি, দনি মিনোশে, রুঙ্গানো নিয়োনি, আতিক রহিমি, দামিয়ান সিফ্রন এবং জুলিয়া দুকুরনো।

Labaid
BSH
Bellow Post-Green View