কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দেশটির একটি আদালত ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে। গৃহবন্দী অবস্থায় কারাবাসে থাকবেন তিনি।
শুক্রবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস এর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সোখা বর্তমানে নিষিদ্ধ কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক প্রেসিডেন্ট। ২০১৭ সালের সেপ্টেম্বরে তার বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেফতার করা হয়। ঐ ঘটনার পর সিএনআরপি দলটি বিলুপ্ত হয়ে যায়। দেশটির দীর্ঘদিনের শাসক ও প্রধানমন্ত্রী হুন সেনের সরকার দলটিকে নিষিদ্ধ করে।
অভিযোগে বলা হয়েছে, সোখা ২০১০ সাল থেকে ২০১৭ সালে তার গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত বিদেশী শক্তির সাথে যোগসাজশ করেছিলেন। এছাড়াও আদালত বলছে, রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তার কাছে এক মাস সময় থাকছে।
রায়ে বলা হয়েছে, সোখাকে ভোটদানসহ সমস্ত রাজনৈতিক কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরিবারের সদস্য ব্যতীত বহিরাগত, কম্বোডিয়ান বা বিদেশীদের সাথে দেখা করার অনুমতি নেই। আদালতের অনুমতি নিয়েই তিনি বাড়ি থেকে বের হতে পারবেন বলে আদালত জানিয়েছে।
২০১৭ সালে একটি ভিডিওর উপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তখন সিএনআরপি এর প্রধান ছিলেন। তাকে মার্কিন গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলোর কাছ থেকে পরামর্শ নেওয়ার বিষয়ে একটি সেমিনারে কথা বলতে দেখা গেছে। প্রধানমন্ত্রী হুন সেনের সরকার বলছে, এটি অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য একটি বিদেশী শক্তির সাথে যোগসাজশের প্রমাণ।







